top of page
Writer's pictureSambandh

জীবন








সু ন ন্দা দা শ গু প্ত

ভারত


জীবন মানে হাসি-কান্না

জীবন মানে দুঃখ-সুখ,

জীবন মানে মনের আয়নায়

ফিরে দেখা নিজের মুখ।


জীবন মানে কাল-স্রোতে

ভেসে যাওয়া সমুখ পানে,

জীবন মানে অতীত নিয়ে

এগিয়ে চলা বর্তমানে।


ভবিষ্যতের কথা কেবল

জানেন অন্তর্যামী,

তাই নিয়ে ভাবনা করি

কেন তুমি-আমি?


এমনি করেই যাক না কেটে

জীবন পারাবার

হে মহাজীবন, তোমায় জানাই

বিনীত নমস্কার।।


39 views
bottom of page