top of page
Writer's pictureSambandh

স্মৃতির সিঙারা

অ ত নু ভ ট্টা চা র্য

ভারত

 

সব কথা হয়ে গেছে সারা

ফাঁকা প্লেটে স্মৃতির সিঙারা

তবু কিছু কথা গুঁড়ো গুঁড়ো

পড়ে থাকে, পড়ে থাকে, ধুরো...

 

জেনেছি কথার ফাঁকে ফাঁকে

নীরবতা কত সাঁকো আঁকে,

শ্রুতির স্মৃতি তো শুধু নয়।

কথা থেকে: কথাজন্ম হয়...

 

কথা জমে জমে, কথাকোষ

কথা এলে, আমার কী দোষ!

প্রাণ হাতে-- আরব্য রজনী

সেই নারী, প্রাণাধিক ধনী...

 

সব কথা যেই ভাবি সারা

চুপে ঠিক জাগে কথা চারা

ঢেউ ওঠে ঢেউ নামে আর

শুধু যাওয়া, আবার... আবার...

21 views
bottom of page